কিছুদিন আগেও যারা মাশরাফিকে নিয়ে পোস্ট করেছে, মাশরাফি দেশ প্রেমিক, মাশরাফি জাতির গর্ব, মাশরাফি অনুকরণীয়, মাশরাফি যোদ্ধা ইত্যাদি ইত্যাদি। অথচ তারাই আজ মাশরাফি কে গাদ্দার বেঈমান বলে গালি দিচ্ছে। হায়রে বাঙালি পারেও। আরে ভাই এখন আপনাদের ভালোবাসা কই গেল?? মাশরাফি তার দেশকে ভালোবাসে বলেই দেশের জন্য কিছু করতে চায়। আর আপনি আমি আমরা ভালো করেই জানি রাজনৈতিক সাপোর্ট ছাড়া আমাদের দেশে কিছুই করা যায় না। ভাই রাজনীতি নোংরা না আমাদের দেশের মানুষরা রাজনীতি কে কলুষিত করে নর্দমায় পরিণত করেছে। তাই একজন মানুষ যদি সেই নর্দমা পরিস্কার করতে যায় তবে আপনারা তাকে সাধুবাদ না জানিয়ে উল্টো তাকে নর্দমায় ফেলে দেন। এই হচ্ছে আমারে গণতান্ত্রিক বাংলাদেশ। যে দেশকে নিয়ে গর্ব করার আগেই লজ্জার ঘোমটা পরে জবানে তালা দিয়ে দিতে হয়।
।
দোয়া রইলো মাশরাফি বিন মর্তুজার জন্য। তার কাছে এমন কিছু চাই যা দেখে নিন্দুকের মুখে চুন কালি লাগবে।
Md. Sabbir Ahmed
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?