আধো আলো ছায়াতে
কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে
হবে বলো কার
কারো নয় শুধু যে আমার
আধো আলো ছায়াতে
কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে
হবে বলো কার।।
আমারি আকাশে তুমি যে ধ্রুবতারা
তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশেহারা
আশা ভোঁসলে:
আছি মনে আর মরণে
আমি যে তোমার
আধো আলো ছায়াতে
কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে
হবে বলো কার।।
কারো নয় শুধু যে আমার
জোছনা ঢালা এই রাত যেন এমনি থাকে
প্রেমেরি স্বপ্ন মহল যেন এমনি থাকে।।
আমি আলো হয়ে আসবো হোকনা অন্ধকার
আধো আলো ছায়াতে
কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে
হবে বলো কার
কারো নয় শুধু যে আমার।।
আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে
আশা ভোঁসলে:
মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে।।
তুমি ডাকলে কাছে থাকলে
ভয় নেই হারিয়ে যাওয়ার।।
কন্ঠঃ কিশোর কুমার ও আশা ভোঁসলে
Redoy Mia
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?