আজব গাঁয়ের আজব কথা শুনবে কি তার বুকের ব্যথা
ব্যথা ঝরে আনন্দেরই জলে সেই জল ছিটিয়ে যাব চলে
আজব গাঁয়ের আজব কথা |
আজব গাঁয়ে বুঝত না কেউ শুনত না কেউ কারো কথা—-
ব্যথার কথা, দুখের কথা, মনের কথা, প্রেমের কথা,
শুনত না কেউ কারো কথা, সবাই থাকে নিজের তালে,
সবাই বলে নিজের কথা আজব গাঁয়ের আজব কথা |
আজব গাঁয়ের মরণ-বাঁচন
ভুলে করে নাচন-কোঁদন তাতে যদি গাঁ থাকে তো ভালো,
নইলে সবাই কলকাতা চলো |
শহরের কথা বলতে লাগে ভয় সেথা বাতাসা খাবে, বাতাস নাহি বয়,
পেটের ব্যারাম, পেটের ব্যারাম, সারা শহরময়—-
শহরের কথা তাই বলতে লাগে ভয় |
আজব গাঁয়ে আসতে যদি চাও
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : আজব গাঁয়ের আজব কথা
Redoy Mia
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟