ভালোবেসেছে কতটা কে বেশী,
সে প্রশ্ন আজ না হয় থাক্........
অতীতের সব ভুল-ভ্রান্তি,
আজ না হয়,
যাক্,জলে ভেসে যাক্........
তোমার প্রতি নাই কোন ক্ষোভ,
নাই কোন অভিমান......
একই শহরে থাকি দু'জন,
আলাদা দু'টি নিরালায়।
অতীতের সব ভুল-ভ্রান্তি আজ না হয়,
যাক্, জলে ভেসে যাক্......
কি করেছো? কেন করেছো?
আজ আর তার নেই কোন মানে।
দিয়েছি তোমায় ক্ষমা করে,
পেয়েছি মুক্তি আমি।
সুখের স্মৃতি ঠোঁটের কোণে থাক্ না আমার সাথে।
দুঃখের স্মৃতি ভাসিয়ে দিলাম দূর থেকে বহুদূরে।
দূরে থেকো তুমি ভালো থেকো,
অভিশাপ নাই কোন।
অতীতের সব ভুল-ভ্রান্তি আজ না হয়,
যাক্, জলে ভেসে যাক্.......

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন