সেক্যুলার #বুদ্ধিজীবীরা হয়তো মনে করেন- তিনিই একজন মহারানি; বাকি সব চাকরানি! তিনি যা বলেন, সবটাই ঠিক, সবটাই সত্য। তার কথায় আইন, তার কথায় শেষ কথা। একমাত্র তিনিই আমাদের বর্তমান - তিনিই অতীত - তিনিই ভবিষ্যত - তিনিই ইতিহাস ও ঐতিহ্য। বঙ্গের সবকিছুর উপরে যার স্থান। তিনিই এই ১৬ কোটি বলির পাঁঠার একমাত্র পালনকর্তা ও ভাগ্যবিধাতা! তিনি সকলের জন্যে সার্বজনীন মঙ্গলময় ও দয়ালু। যা কিছু শুভ ও চির কল্যাণকর তা সবই তার দান। তার মতের বাইরে আর কোনো মতবাদ নেই, থাকতেও পারেনা। কাজেই তার জবান হতে কোনো একটা বানী নির্গত হতে না হতেই সেক্যুলার সাম্রাজ্যে তার জপ শুরু হয়ে যাবে এটাই সত্য। তিনি ঠিক বললেন কি বেঠিক বললেন, সত্য বললেন নাকি মিথ্যা বললেন, গালি দিলেন নাকি গীবত করলেন এই জিনিসগুলো ভাবার কোনো প্রয়োজন আছে বলে সেক্যুলাররা মনে করেনা। গোলামিই তাদের আরাধ্য। পৃথিবীর ওপরে এমন কোন কিছুকেই তারা এত পবিত্র মনে করে না। তার বানী পুরোপুরি সমালোচনা-মুক্ত বা সমালোচনার অযোগ্য। তিনি এমন অসীম অলৌকিক শক্তিময় এবং অকল্পনীয় অদ্বিতীয় সত্তা, যাঁর একত্বে একবার বিশ্বাস স্থাপনের পর তাকে নিয়ে আর কোনো প্রকার কোনো আলোচনা বা সমালোচনার অবকাশ থাকে না॥

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন