আকাশের হাতে আছে এক রাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ।।
আমার এ দু’হাত শুধু রিক্ত,
আমার এ দু’চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ
আমার এ দুয়ার হলো বন্ধ।।
ভেবে তো পাইনি আমি
কি হলো আমার।
লজ্জা প্রহরে কেন,
খোলে নাকো দ্বার।
জানি না কেমন করে বলব,
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না।
জানি না কিসে এতো দ্বন্দ্ব।।
কন্ঠ: আঞ্জুমান আরা বেগম ও বশীর আহমেদ
ছবি: আয়না ও অবশিষ্ট
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: সত্য সাহা।
MD Zahidul Islam
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Henrey Kowshik Pramanik
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Selim munshi
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Most. Mobassira Akhter
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?