অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেওনা।
একি বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেওনা।।
যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন কাছে পায়।
মালা চন্দনে রাঙা এইখানে
কখনো দূরে যেওনা।।
ওই ফুল বনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত বাড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়।
মধু কুমকুমে, নাগো মৌসুমে,
কখনো ফেলে যেওনা।।
কন্ঠ: সাবিনা ইয়াসমিন
MD Zahidul Islam
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Selim munshi
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Most. Mobassira Akhter
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?