ও বন্ধু রে,
আমি তোরে ভালোবাসি বলে
লোকে কয় চণ্ডাল।
তুইও কাটা গায়ে লবন দিয়া
খোঁচাইয়া তুলতেছো ছাল।
আইজ আমার ঘটিলো জঞ্জাল…
বেহায়া মনটা লইয়া, তোমারে ভালোবাসিয়া,
আইজ আমার ঘটিলো জঞ্জাল।।
ও তুই, যতই জ্বালা দিস রে কালা,
ততই বড়ে প্রেমও স্বাদ,
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।
শোন বলি গো, প্রান-নাথ,
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।
ও তুই, যত ব্যাথা দিয়েছিস নিঠুর,
ব্যাথার পরিবর্তে সেথা, লেগেছে মধুর।
যেমন, প্রভূর দ্বার ছাড়ে না কুকুর,
যতই করুক বেত্রাঘাত।
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।।
বেহায়া মনটা লইয়া, তোমারে ভালোবাসিয়া,
আইজ আমার ঘটিলো জঞ্জাল।।
MD Zahidul Islam
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?
Selim munshi
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?
Most. Mobassira Akhter
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?