আজ থেকে ঠিক কুড়ি বছর পর,
হঠাৎ যদি হয় দেখা কোন ব্যস্ত শহরের রাস্তায়।
হয়ত তুমিও থাকবে চেয়ে, আমিও ফেলব না চোখের পলক।
ছলছল চোখে বলবে আমায়,
কেমন চলছে দিনকাল?
হয়ত আমি মিথ্যে হাসি মুখে এঁটে বলব,
এইতো আছি বেশ...
এখন আর রাত জাগি না,
মিথ্যে আশায় ঘর বাঁধি না,
আজকাল আর স্বপ্ন দেখি না,
কাউকে আর ভালোও বাসি না।
হয়ত জিজ্ঞাসু নয়নে বলবে তুমি...
আচ্ছা এখনও কি কবিতা লেখো?
বলেছিলাম আমার নামে একটা বই লিখতে,
লিখেছিলে? জানাও নি তো আর।
বড্ড স্বার্থপর তুমি।
হয়ত বলব আমি...
ইচ্ছেগুলো নিয়েছে ছুটি,
কবিতার খাতায় হরতাল, ধর্মঘট।
ভালোবাসা গুলো দুমড়ে মুচড়ে ছুড়ে ফেলেছি ডাস্টবিনে,
নষ্ট হৃদয়ে কি আর কবিতা হয়?
হয়ত তুমি চলে যাবে
তাকাবেনা ফিরে, হারিয়ে যাবে ফের ব্যাস্ত শহরে রাস্তার ভিড়ে।
ঠিক কুড়ি দিন পর তোমার দরজায় ডাকপিয়ন এর ডাক...
ঠক ঠক... ঠক ঠক... ঠক ঠক....
অবাক চোখে দেখবে তুমি
নীল খামে মোড়ানো একখানা কবিতা
"ভালোবাসা তুমি দীর্ঘজীবী হও"
আজ থেকে ঠিক কুড়ি বছর পর...
হঠাৎ যদি হয় দেখা...
মিলিয়ে নিও...
ANWAR HOSSAIN
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
tahmid ahmed
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Md. Al Mamun Jani
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?