ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে একজন 'আদর্শ আইন নির্মাতা এবং মহামানব' আখ্যা দিয়ে 'নবী মোহাম্মাদ (সাঃ) এবং ইসলাম' ধর্মের ভূয়সী প্রশংসা করেন। ইতিহাসবিদ টমাস কার্লাইল এবং উইলিয়াম মন্টমেগেরি ওয়াট তাঁদের নিজ নিজ বইয়ে হযরত মোহাম্মাদ (সাঃ) কে ইতিহাসের একজন 'অন্যতম প্রভাবশালী ইতিবাচক সংস্কারক' হিসেবে উল্লেখ করেছেন। মাইকেল এইচ. হার্ট তাঁর বিশ্বের শ্রেষ্ঠ একশ মনীষী (The Hundred) নামক জীবনীগ্রন্থে হযরত মোহাম্মদ (সাঃ) কে প্রথম স্থানে রেখেছেন। অথচ এই দেশের কতিপয় উদীয়মান চরিত্রহীন লম্পট সাহিত্যিক, রাজনীতিক, বুদ্ধিজীবী, শিক্ষক মুসলমানের ঘরে জন্ম নিয়েও নবীর আদর্শ নিয়ে ভুলে গেছে। এই বদ্ধ উন্মাদেরা আজ ধর্মকর্ম সব ভুলে লেলীন, কার্ল মার্ক্স, মাও সে তুং এর আদর্শ আঁকড়ে ধরেছে। সত্যি বলতে জ্ঞানীরাই জ্ঞানীর কদর কর‍তে জানে। তাইতো অমুসলিম হয়েও তাঁরা নবী (সাঃ) কে চিনেছেন, তাঁর প্রশংসা করেছেন, তাঁকে বিশ্বের শ্রেষ্ঠ মহামানবের আসন দিয়েছেন আর আমরা তাঁর উম্মত হয়েও তাঁকে নিয়ে কটাক্ষ করি যার শুপারিশ ছাড়া হাঁশরের ময়দানে এক কদমও আগাতে পারবো না।

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন