এই ৮টি নিয়ম না মানলে নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

হোয়াটসঅ্যাপ - বর্তমান সময়ে সব চেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ও ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল পরিষেবা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই অ্যাপ দিয়ে ভিডিও, অডিও ও টেক্সট চ্যাঁট করার জন্য অনেক জনপ্রিয়। এই অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫ বিলিয়নের বেশি যা অন্য অন্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের তুলনায় অনেক বেশি ।

বিভিন্ন অপারেটিং সিস্টেমে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহার করা যায়। শুধু চ্যাটই নয়, এ মেসেঞ্জারের মাধ্যমে ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তাও আদান-প্রদান করা যায় খুব নিরাপত্তার সাথে। মেসেঞ্জারটি অ্যাপলের আইওএস, ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড, সিমবিয়ান ও উইন্ডোজ ফোনে ব্যবহার করা যায়।

আপনি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন?‌ যদি করেন, তাহলে খুব সাবধানে করুন। আর এই ৮টি নিয়ম সঠিক ভাবে মেনে ব্যাবহার করুন। তা না হলে যে কোন সময় নিষিদ্ধ হতে পারে আপনার সাধের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।

#whatsapp #technews #techtips

বিস্তারিত জানতেঃ https://aponacademy.com/হোয়াটসঅ্যাপ-নতুন-আপডেট

image
  • Мне нравится
  • Люблю
  • HaHa
  • WoW
  • Грустный
  • Сердитый