Translate   2 years ago

eSIM এর যুগে প্রবেশ করল বাংলাদেশ - এর সুবিধা ও অসুবিধা কি?

ই-সিম (eSIM) - হচ্ছে এক ধরনের উন্নত প্রযুক্তির এমবেডেড সিম। eSIM এর পূর্ণরুপ " Embedded Subscriber Identity Module, যাহা প্রচলিত Physical SIM Card এর তুলনায় অনেক বেশি আধুনিক ও শক্তিশালী। ই-সিম ব্যাবহারের জন্য স্মার্টফোনের ভিতর একটা Microchip বসানো থাকে। যার সাথে এই Virtual সিম কার্ডটি এমবেডেড করা হয়ে থাকে। eSim মুলত পরিবেশ বান্ধব সিম।

ই-সিমের যুগে প্রবেশ করল বাংলাদেশ। ৭ মার্চ ২০২২ তারিখ থেকে ই-সিম দেশের বাজারে পাওয়া যাচ্ছে। eSIM চালুর অগ্রণী ভুমিকা পালন করছে গ্রামীণফোন। বাংলাদেশে প্রথম বারের মতো ই-সিম চালু করছে গ্রামীণফোন। এই পরিবেশ-বান্ধব ডিজিটাল সিম ( eSIM 4G ) সমর্থন করে এমন ডিভাইসে প্লাস্টিক সিম কার্ড তথা Physical SIM Card ছাড়াই কানেক্টিভিটির সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকগন।
#esim #aponacademy #technews

বিস্তারিত জানতেঃ https://aponacademy.com/esim/

image
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry