Translate   2 years ago

চাকুরী পরীক্ষা ও ব্যবসায় সফলতা লাভের কার্যকরী আমল

সফলতা - মানুষ মাত্রই অভাবী, সম্পদ থাকলেও অভাবী আবার সম্পদ না থাকলেও অভাবী। আমরা সবাই প্রতিনিয়ত সফলতা লাভের জন্য চেষ্টা করে যাচ্ছি। কেহ বা পরীক্ষায় সফলতার, কেহ ব্যবসায় সফলতা আবার কেহ চাকুরীতে সফলতার জন্য প্রান পুনঃ চেষ্টা করে যাচ্ছি কিন্তু সফলতা পাচ্ছি না।
চূড়ান্ত সফলতা মহান আল্লাহ্‌র কাছে । তিনি যাকে ইচ্ছে সফলতা দান করেন আবার যেকে ইচ্ছে বিফলতা দেন। মনে রাখবেন বিফল হওয়ার পিছনে বান্দার ক্রীত কর্মের ফল দাযজীবনের প্রতিটি পর্যায়ে সফলতা লাভে কুরআনে রয়েছে অনেক অনেক নসিহত ও বাণী। যার উপর যথাযথ আমল করলে বান্দা তার সফলতা পাবে।
সফল হতে হলে প্রত্যেককেই মহান আল্লাহর দেখানো পথে হাঁটতে হবে। তেমনি দুনিয়ার সব কাজে সফল হতে আল্লাহর কাছে তাঁরই শেখানো ভাষায় সাহায্য কামনা করতে হবে। তবেই দুনিয়ার সব সফলতা লাভে সফল হবে।
বিস্তারিত জানতেঃ **চাকুরী পরীক্ষা ও ব্যবসায় সফলতা লাভের কার্যকরী আমল - Apon Academy** (https://aponacademy.com/সফলতা-লাভের-কার্যকরী-আমল/)

image
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry