বড় লক্ষ্য তাড়ায় শুরুটা খারাপ হয়নি। তবে লিটনের বিদায়ে ওপেনিং জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পরে টাইগারদের ব্যাটিং লাইনআপ। কার্যত পরাজয় তো তখনই এক প্রকার নিশ্চিত। শেষ দিকে আরিফুল হক কিছুটা চেষ্টা করলেন। তা কেবল পরাজয়ের ব্যবধান কমাছে। ভাগ্য বদলায়নি। ১৫১ রানের বড় হার মেনেই মাঠ ছেড়েছে বাংলাদেশ।
অথচ এই জিম্বাবুয়েই কিনা শেষ ১৭ বছর ধরে দেশের বাইরে কোন জয় পায়নি। এমনকি ঘরের মাঠেও জয়টা দেখেছে ৫বছর আগে। বাংলাদেশের ব্যাটসম্যানরা উপহার দিলেন তাদের জয়। শেষ ব্যাটসম্যান হিসেবে আরিফুল হক আউট হওয়ার পর তাই উল্লাসে মাতে জিম্বাবুয়ের খেলোয়াড়রা।
হারের ম্যাচে প্রাপ্তি কেবল আরিফুল হকই। দ্বিতীয় সর্বোচ্চ রানটা আসে তার ব্যাট থেকেই। ৩৮ রান করেন তিনি। সতীর্থদের সাহায্য পেলে হয়তো আরও হতে পারতো তার ইনিংস। প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছিলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৮২
দ্বিতীয় ইনিংস: ১৮১
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৪৩
দ্বিতীয় ইনিংস: ১৬৯ (৬৩.১ ওভার) (লক্ষ্য ৩২১) (লিটন ২৩, ইমরুল ৪৩, মুমিনুল ৯, মাহমুদউল্লাহ ১৬, শান্ত ১৩, মুশফিক ১৩, আরিফুল ৩৮, মিরাজ ৭, তাইজুল ০, নাজমুল ০, আবু জায়েদ ০*; জার্ভিস ১/২৯, চাতারা ০/২৫, রাজা ৩/৪১, উইলিয়ামস ০/১৩, মাভুটা ৪/২১, ওয়েলিংটন ১/৩৩ )।
ফলাফল: জিম্বাবুয়ে ১৫১ রানে জয়ী।

Md. Mohin Uddin
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?