শীতে ত্বকের সমস্যা প্রতিরোধের উপায় :-
শীতে ত্বক শুকিয়ে রুক্ষ হয়ে যায়। বাতাসের আর্দ্রতা কমে যাবার কারণে প্রকৃতির আর সব কিছুর মতো ত্বকের জলীয় অংশ উড়ে বাতাসে মিশে যায়।
এ সময় ত্বক ফাটা রোগ হয় অনেকের। ত্বক ফাটা প্রতিরোধে সবার আগে করণীয় হলো ত্বককে ভেজা রাখা। ভেসলিন ইমোলিয়েন্ট বা ময়েশ্চারাইজার দিয়ে ত্বককে ভেজা ও তেলতেলে করে রাখতে হবে, যাতে সে ত্বকের জলীয় অংশ ধরে রাখতে পারে।
এই সময়ে স্ক্যাবিস বা খুজলির প্রকোপও বাড়ে । স্ক্যাবিস প্রতিরোধে একমাত্র করণীয় হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। বিছানার চাদর, বালিশ , কম্বল, লেপ ধুয়ে কড়া রোদে শুকিয়ে নেবেন শীতের শুরুতেই।
বাচ্চাদের ত্বকের যত্নে চাই বিশেষ ব্যবস্থা। লোশন, ভ্যাসলিন ব্যবহার করবেন। গরম কাপড়ের সঙ্গে মাফলার, কানটুপি এসব যেন থাকে, সেদিকে খেয়াল রাখবেন।

Md Roni Islam
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟