আমার প্ৰেমময়ী রাধারে সুবল দেও আনিয়া।
তুমি না আসিলে রাধা দিবে কে আনিয়া।
যখন আছিলাম রে সুবল রাধা পাসরিয়া
উচাটন করে। প্ৰাণে রাধার লাগিয়া।
যখন চলিল রে সুবল রাধা আনিবারে
মধুর মধুর রব শুনা যায় রাধারে বুঝাইতে।।
হীন রাধারমণ বলে মনেতে ভাবিয়া
সোনার অঙ্গ মলিন হইল রাধার লাগিয়া।।
MD Zahidul Islam
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?