আমার কৃষ্ণ কোথায় পাই গো বল সখী কোন দেশেতে যাই।
কৃষ্ণপ্ৰেম কাঙালি অইয়া আমি নগরে বেড়াই।।
আর আপনা জানি প্ৰাণ বন্ধুরে ইদ্রে দিলাম ঠাঁই
এগো ভাঙলো আশা দিল দাগা আর প্রেমের কার্য নাই।।
আর সুচিত্র পালঙ্কের মাঝে শইয়া নিদ্রা যাই
এগো ঘুমাইলে স্বপন দেখি শ্যাম লইয়া বেড়াই।।
আর ভাইবে রাধারমণ বলে শুন গো ধনী রাই
এগো এই আদরের গুণমণি কোথায় গেলে পাই।।
MD Zahidul Islam
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?