দক্ষিণের জানালায় আনমনে চেয়ে থাকার ক্ষণ
ভেবে যাই এই তুমি এসেছো দৃষ্টির সৃষ্টিতে
একবার নয় বারবার চেয়ে দেখি অপলক দৃষ্টির সীমানায়।
আজ কোথাও কি মেঘ এসেছিলো!
কোথাও কি শুনতে পেয়েছিলাম ফুল আর মেঘেtদের গান!
আমি কোথাও কিছুই শুনিনি
ভরদুপুরে জলে ভেসেছে রৌদ্দুরের মিছিল
ভিজে গিয়েছি আমি আর আমার পরিমিত স্বত্তা।
আমি না হয় একদিন নিরুদ্দেশ হবো
তুমি আসবে বলে-মৃত্যুর আগাম বার্তায়
প্রতীক্ষার চারা রোপণ করে
দাড়িঁয়ে রবো ঠায়
দেনা পাওনার দায়ে রেখে যাবো নীলচে মেঘের অভিমান।
দেখা হবে হয়তো কোনো এক নীলাভ বসন্তে
নীলচে মেঘের চাদরে ঢেকে রবে ছায়া।
নদীর জলের শান্ত ঢেউ
ডেকেছিলো আমাকে প্রেমের সন্তরণে!
তুমি আসবে বলে
কথা দিয়ে রেখেছি ছুটে চলা গতিপথের প্রণয়ে
একদিন মেঘ হবে-উড়ো মেঘের নীলচে বৃষ্টি হবে
ভিজে যাবো তুমি-আমি।
একদিন বেহিসেবী ভালোবাসায় মৃত্যুর উপতক্যায়
নিশ্চিন্তে লিখে যাবো না বলা গল্পের অদ্যপ্রান্ত
এই প্রণয়ের সীমানা ছিলো প্রতীক্ষায়।