সূরা ইয়াসীন, সূরা ওয়াকিয়াহ,
সূরা মুলক, পড়ার ফজিলত......!!
ফজরের পর সূরা ইয়াসীন পড়া।
ফায়দাঃ- একবার সূরা ইয়াসীন পড়লে
১০ বার কুরআন খতমের
সওয়াব পাওয়া যায়।
(তিরমিযী হাদীস নং ২৮৮৭)
সূরা ওয়াকিয়াহ পড়া।
সময়ঃ- মাগরিবের পর থেকে
ইশার আগ পর্যন্ত।
ফায়দাঃ আল্লাহপাক রিযিকের মধ্যে
প্রশস্ততা ও বরকত দান করবেন।
(তাফসীরে ইবনে কাসীর-পৃঃ ৪/২৯৭)
ইশার পর সূরা মুলক পড়া।
ফায়দাঃ- আল্লাহপাক কবরের আযাব
কেয়ামত পর্যন্ত মাফ করে দিবেন।
(তিরমিযী হাদীস নং ২৮৭৫)
হে আল্লাহ তুমি আমাদেরকে
নিয়মিত সঠিকভাবে আমল করার
তাওফিক দান করো।---আমিন...!!