Anowar Masud is feeling Sad
7 yrs

গাধাকে সৃষ্টির পরে সৃষ্টিকর্তা বললেন :
"তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবেনা।তোকে আয়ু দিলাম ৫০ বছর।
গাধা:সে কি!এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাইনা।প্লিজ,আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দিন।
সৃষ্টিকর্তা:যাহ,তোকে তাই দিলাম।
কুকুরকে বললেন:"তুই হবি মানুষের বিশ্বস্ত বন্ধু,মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি। তোর আয়ু ৩০ বছর।"শুনে,কুকুর ঈশ্বরকে বলল:দয়া করে ১৫ করে দিন। এতদিন বাঁচতে চাইনা। ঈশ্বর রাজি হয়ে গেলেন।
এরপর বানরকে বললেন:"তোর একমাত্র কাজ এক গাছ থেকে আরেক গাছে যাওয়া,আর তামশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া।আয়ু দিলাম ২০ বছর। সে ও কেঁদে ঈশ্বরকে বলল:দিবেনই যখন ১০ বছর দেন,এত বড় জীবন দিয়ে কি করব?ঈশ্বর এইবার
পুরুষকে বলল:"তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। তোমার আয়ুও হবে ২০ বছর।"
সে তো খুশিতে পাগল হয়ে গেল,কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র ২০বছর?? সে করজোরে
প্রভুকে বলল :একটা কাজ করা যায়না?আমাকে গাধার দেওয়া ৩০ বছর,কুকুরের ১৫ বছর,বানরের ১০ বছর দিয়ে দেন।
ঈশ্বর বললেন:নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলিনা।যাহ,দিলাম।
সেই থেকে পুরুষ মানুষ হিসেবে বাঁচে ২০বছর, পরের ৩০ বছর গাধার মত সংসারের বোঝা টানে,পরের ১৫ বছর ছেলেমেয়ে যা দেয় খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো,পরের দশ বছর বানরের মত, এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে আর নাতি নাতনিদের
বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব।

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন