উইকেট অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটিগুলো-

প্রথম উইকেট- ১৭০ রান, শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেন বনাম জিম্বাবুয়ে, ঢাকা ১৯৯৯।

দ্বিতীয় উইকেট- ২২০ রান, ইমরুল কায়েস ও সৌম্য সরকার বনাম জিম্বাবুয়ে, চট্টগ্রাম ২০১৮।

তৃতীয় উইকেট- ১৭৮ রান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম বনাম পাকিস্তান, ঢাকা ২০১৫।

চতুর্থ উইকেট- ১৭৫* রান, রাজিন সালেহ ও হাবিবুল বাশার বনাম কেনিয়া, ফতুল্লা ২০০৬।

পঞ্চম উইকেট- ২২৪ রান, সাকিব আল হাসানও মাহমুদউল্লাহ রিয়াদ, কার্ডিফ ২০১৭।

ষষ্ঠ উইকেট- ১২৮ রান, ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ, আবুধাবি ২০১৮।

সপ্তম উইকেট- ১২৭ রান, ইমরুল কায়েস ও মোহাম্মদ সাইফউদ্দিন, ঢাকা ২০১৮।

অষ্টম উইকেট- ৭০* রান, খালেদ মাসুদ ও মোহাম্মদ রফিক, কিম্বার্লি ২০০৩।

নবম উইকেট- ৯৭ রান, সাকিব আল হাসান ও মাশরাফি মুর্তজা, মুলতান ২০০৮।

দশম উইকেট- ৫৪* রান, খালেদ মাসুদ ও তাপস বৈশ্য, কলম্বো ২০০৫

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন