তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পার
আমার ভালোলাগা ভালোবাসা তোমায় দেব আরো।
তুমি হাতটা শুধু ধরো আমি হবো না আর কারো।।
তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে যরো-সরো।।
তোমার আবেগমাখা খামখেয়ালি হাটছে আমার পিছু
আমার আসা-যওয়ার পথে বাকে পায়নি অন্য কিছু।।
তুমি হাতটা শুধু ধরো আমি হবো না আর কারো।
তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে যরো-সরো।।
আমার হৃদয় যেন বানভাসী হয় তোমার স্রোতের টানে
আমি তোমার কাছে যাবই যাব একলা থাকার দিনে।

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন