যারা নিজেদের ছেলেমেয়ে বা ভাইবোনদের প্রাইভেট মেডিকেলে পড়াতে চান তাদেরকে আরেকটু গভীর ভাবে চিন্তা করতে হবে।
২২ লাখ ৮০ হাজার টাকা ভর্তি ফি নির্ধারন করা হয়েছে এবার। এটা শুধুমাত্র ভর্তি ফি। এরপর ৫ বছর পড়াশোনা শেষ করতে আরও অন্তত ১৫-২০ লাখ টাকা খরচ হবে। ক্ষেত্র বিশেষে আরও বেশি হতে পারে। অর্থাৎ আগামী ৫ বছর আপনার পরিবারকে এই ৪০ লাখ টাকার ধকল সামলাতে হবে। তবে বাস্তবতা বেসরকারী মেডিকেলের প্রায় অর্ধেক শিক্ষার্থীদের MBBS শেষ করতে আরও ১-২ বছর বেশি লাগে। এক্ষেত্রেও খরচ আরও বাড়বে।
মধ্যবিত্ত পরিবারের জন্য এটা একটি সুদুরপ্রসারী চিন্তার বিষয়। এই ব্যয় বহন করার জন্য যদি আপনার পরিবারকে ব্যাংক থেকে লোন কিংবা কর্জ করতে হয় তাহলে আমি বলবো না.... না....। ব্যাংক থেকে লোন নিয়ে আপনার সন্তানকে বেসরকারী মেডিকেলে ভর্তি করানো মানে হচ্ছে আপনার পুরো পরিবারকে একটি দীর্ঘমেয়াদী টেনশনের মাঝে ফেলে দেওয়া।
আমাদের অনেকেরই ধারনা ছেলে ৫ বছর পর ডাক্তার হয়ে ২-১ বছরের মাঝে সব লোন শুধরিয়ে দেবে!!! এটা সম্পুর্ণ ভুল ধারনা। কালের বিবর্তনে সময় পরিবর্তন হয়েছে। ডাক্তারদের জন্য বাংলাদেশের কর্মক্ষেত্র আগে যেরকম উর্বর ছিল এখন সেটা প্রায় নষ্ট হওয়ার পথে। আজ থেকে দশ বছর পর পরিবেশ আরও প্রতিকূল হবে ডাক্তারদের জন্য।
তখন লোনের চাপে আপনার পরিবার হবে দিশেহারা আর আপনার সন্তান এত টাকা লোন করে তাকে ডাক্তার বানানোর পর আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে উল্টো এত টাকা লোনের চাপ ও ডাক্তারি জীবনের কঠিন চাপ সহ্য করতে না পেরে আপনাদের দোষারোপ করতে পারে।
ডাক্তার হওয়ার পরপরই বস্তা বস্তা টাকা ইনকামের স্বপ্ন হচ্ছে আকাশ কুসুম চিন্তা। হ্যা..... বস্তা বস্তা টাকা ইনকাম করবে তবে সেটা ডাক্তার হওয়ারও ১০-১৫ বছর পর(সবার ক্ষেত্রে সারা জীবনেও সম্ভব হয়না)। আর যদি টাকা ইনকামের জন্য খুব বেশি চাপ দেন তাহলে আপনার সন্তান ডাক্তার হওয়ার পরিবর্তে কথিত কসাইয়ের রুপ ধারন করবে।
ধীরে, সুস্থে, ঠান্ডা মাথায় চিন্তা করে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহন করুন।।
.
লেখক- ডা. মোবারক হোসেন খান
Noyon roy
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?
Md. Sabbir Ahmed
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?
MD Shamim Khan
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?
Md Romat
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?
ismam jihan
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?