নতুন ইশকুলে পড়াতে গিয়ে মাস্টারমশাই খেয়াল করলেন যে ছাত্রেরা সকলেই Nature-কে 'নাটুরে' বলে উচ্চারণ করছে।
নালিশ জানালেন ইংরিজির টিচারের কাছে গিয়ে। টিচার অত্যন্ত দুঃখিত হলেন এবং জানালেন তার ধারণা ছাত্রেরা একটু 'মাটুরে' (Mature) হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
রেগে গিয়ে মাস্টারমশাই ছুটলেন প্রধান-শিক্ষকের কাছে। নালিশ জানিয়ে বললেন, "কী ইশকুল মশাই... ছেলেরা 'নাটুরে' বলে, টিচার 'মাটুরে' বলে... "। প্রধান-শিক্ষক হতাশ কণ্ঠে বললেন, আমিও বুঝি, কিন্তু কী করবেন বলুন, এই অঞ্চলের 'কালটুরে' (Culture) টাই এইরকম।
ক্ষিপ্ত মাস্টারমশাই দৌড়লেন স্কুল-সেক্রেটারী তথা অঞ্চল-প্রধানের কাছে...
তিনি সব শুনে প্রবল চিৎকার-চেঁচামেচি করতে করতে বললেন, "আমি জানতাম... আমি আগেই জানতাম, এই ইশকুলটার কোনও 'ফুটুরে' (Future) নেই।

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন