প্রথম ডেটিংয়ে যাচ্ছেন?
ফাস্ট ডেটিংয়ের ১০টি টিপস। ছেলেদের জন্য
↓
↓
১-ঃ প্যান্টের নিচে জেংগা পরতে ভুলেও ভুলবেন না। আমার জেংগা পরার অভ্যাস ছিলো না। তাই ফাস্ট ডেটিংয়ে জেংগা না পরে গেছিলাম। তারপর গফ হাত ধরার পরে বুঝেছি.. পুরুষের জেংগা পরা কতটা জরুরী।
.
২-ঃ সুনু-পাউডার লাগিয়ে, সুন্দর পরিপার্টি হয়ে দেখা করতে যাবেন। সাথে ফুল এবং চকলেট নিতে ভুলবেন না। মেয়েরা ফুলের পাশাপাশি চকলেট খুব পছন্দ করে।
.
৩-ঃ মেয়েকে দেখার সাথে সাথে বলবেন(মেয়ে দেখতে ভালা না হইলেও বলবেন) "তোমাকে অনেক সুন্দর লাগছে।
.
৪-ঃ মেয়ের ড্রেসের প্রশংসা করবে: "Woww.. তোমার ড্রেসটা খুব সুন্দর তো। কইত্তে কিনছো? এই ড্রেসে তোমাকে খুব গর্জিয়াস লাগছে।
.
৫-ঃ মেয়ের সামনে ভুলেও মোবাইল টিপাটিপি করবেন না। তাহলে রেগে যাবে। আপনার পুরো Attention মেয়ের উপরে দিবেন।
.
৬-ঃ কথার মাঝেমাঝে তার(মেয়ের) পরিহিত আজাইরা পদার্থের(Like, কানের দুল, , চুরি, ঘড়ি, আংটি, ড্রেস ইত্যাদির) প্রশংসা করবেন।
যেমনঃ "তোমার কানের দুলটা তো খুব সুন্দর।
"তোমার হাতে ঘড়ি খুব মানায়। "আচ্ছা তোমার হাতের আংটিটা কি ডায়মণ্ডের!! এতো ঝকমক করছে কেনো?(মেয়ে তখন খুশিতে আপ্লুত হয়ে বলবে "না এটা ইমিটিশনের আংটি )।
.
৭-ঃ মেয়ে নাকে চুংগি পরা থাকলে বলবেন "Woww so cuts your nose pin. তোমার নাকের চুংগিটা তো অনেক সুন্দর। সিরিয়াসলি চুংগি পরলে খুব গর্জিয়াস লাগে তোমাকে।
(এভাবেই উরাধুরা চাপাবাজি করবেন। আপনার চাপাবাজির প্রতিভা দেখিয়ে দিবেন। মনে রাখবেন 'মেয়েকে যতো পাম্পিং দিবেন! মেয়ে ততই আপনার 'প্রেমের পুসকুনিতে হাবুডুবু খাইবো)।
.
৮-ঃ রিক্সা বা রেস্টুরেন্টে যখন দুজন পাশাপাশি বসবেন! তখন মেয়ের সাথে বেশি ঘেষাঘেষি করবেন না। নয়তো মেয়ে আপনাকে লুইচ্চা মনে করবো So be control your self. And waiting for the correct time. তাই সবুর করুন because সবুরে মেওয়া ফলে। সুযোগ আপনার আসবেইই। আপনাকে ভরসার পাত্র মনে হলে মেয়ে নিজেই আপনাকে সুযোগ দিবে, So no লুইচ্চামি!! আর "মেয়ে সুযোগ দেবার আগ পযন্ত" এমন ভাব করুন যেনো আপনি 'ভাজা মাছটা উল্টাইয়া খাইতে জানেন না। দুধের ধোয়া তুলসীপাতা, ভুদাই চন্দন!!
.
৯-ঃ তারপর যখন সে(মেয়ে) আপনাকে হাত ধরার সুযোগ দিবে! তখন তার হাত ধরার সাথে সাথে বলবেন(মেয়ের হাত লোহার মতো শক্ত হলেও বলবেন) "আল্লাহ তোমার হাতটা কত নরম! মানুষের হাত এতো মুলায়াম হতে পারে, তোমার হাত না ধরলে বিশ্বাস হতো না!!"
.
১০-ঃ আগের মতোই চাপাবাজি..থুক্কু!! মানে আগের মতোই মেয়ের প্রশংসা করতে ব্যাস্ত হয়ে পরুন। তার ছোটখাটো আজাইরা কথাগুলোও গভীর মনযোগ দিয়ে শুনুন এবং মেয়ের প্রতিটা কথার সাথে আপনি একমত পোষন করুন।।
যেমনঃ মেয়ে যদি বলে "সূর্য দক্ষিণ দিকে উঠে। অথবা "আমি বুয়েট থেকে মেডিকেল পড়েছি। কিংবা "ঢাকা মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করেছি ইত্যাদি!!" তবুও তার সাথে একমত পোষন করবেন। কোনো ভাবেই বালিকার কথার বিরুদ্ধে যাবেন না। নয়তো আপনার "প্রথম দেখা'তে - 'শেষ দেখা" হয়ে যাবে। মানে রিলেশন করার আগেই ব্রেকআপ হয়ে যাবে।
.
আর কথার মাঝে মেয়ের প্রশংসা করতে ভুলবেন না। মেয়ে পেত্নীর মতো হইলেও তার প্রশংসা করা বাধ্যতামূলক। নয়তো কপালে গার্লফ্রেন্ড নাই তোমগো.. সারাজীবন আমার মতো সিংগেল থাকতে হইব।
Roksana Akter Kobita
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Md Nuralam
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Kawsur Hossain Raj
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Rayhan Ahnaf
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Most. Mobassira Akhter
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟