কবিতাঃ বৈশাখী শাড়ি



ওগো বৈশাখ তুমি আসিবে ফাগুন শেষে
কৃষকের মাঝে নতুন ধান হয়ে,
ওগো বৈশাখ তুমি আসিবে চৈত্ররের পরে
দোকানের শুভ হালখাতা হয়ে।
ওহে বৈশাখ তুমি আসিবে গ্রীষ্মের মধ্যখানে জামায় মেয়ে বেশে,
ওহে বৈশাখ তুমি আসিবে গরীবে পান্তা হয়ে রহিবে লাঠিখেলার ছরি হয়ে।
ওহে বৈশাখ তুমি আসিবে যুবতীর বৈশাখী শাড়ি হয়ে রহিবে নৌকা বাইচের হাল হয়ে।
ওহে বৈশাখ তুমি আর আসনা কৃষকের মাঝে নতুন ধান হয়ে,
তুমি আজ আসো জুলুমের বেশে মজলুম হয়ে।
ওহে বৈশাখ তুমি আর আসনা দোকানের শুভ হালখাতা হয়ে,
তুমি আসো বীর বাহাদুরের রক্ত চুষে ক্ষমতা পাওয়ার লোভে।
ওহে বৈশাখ তুমি আর আসনা জামাই মেয়ে বেশে,
তুমি আজ আসো ধর্ষক রুপে জামাই এর সামনে মেয়ের ইজ্জত লুঠে।
ওহে বৈশাখ তুমি আজ আর আসোনা যুবতীর বৈশাখী শাড়ির মাঝে,
তুমি আজ অাস যুবতীর যৌবন হাতের মুঠোয় নিয়ে বৈশাখি শাড়ি রক্তাক্ত করে।
ওহে বৈশাখ তুমি আজ হয়েছ লজ্জিত
দিয়েছ তুমি যুবক যুবতীর অবাধ মেলামেশা,
ওহে বৈশাখ তুমি আজ হয়েছ নিষ্পেষিত
করিয়াছ তুমি খর্ব স্বাধীনতার মান।
বৈশাখ তোমার নেহি লজ্জা
নেহি কোন লাজলজ্জা
তুমি করিয়াছো স্বাধীন বাংলাকে
অপবিত্রর সুত্র স্থান।
তুমিতো ছিলা না এমন
তোমাকে করিয়াছি আজ অপমানিত ও লজ্জিত,
দিয়ো ক্ষমা করিয়া মোদের রাখিওনা মানঅভিমান
দিয়ো মোদের চলার পথকে সহজসরল করিয়া।

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry