বার বার প্রেমে পড়াই প্রেমের ধর্ম। তবে সেই বার বার প্রেমে পড়া মানুষ টা একজনই হতে হয়। প্রতিদিন নতুন করে প্রেমে পড়তে হয়। নতুন নতুন রুপে তাকে ভালোবাসতে হয়। হয়তো নতুন করে ভালোবাসার রুপ টাকে কেউ নেকামি বলে আখ্যায়িত করলো, তাতে কি বা আসে যায়? প্রিয় মানুষটি প্রতিদিন আপনার নতুন নতুন পাগলামি দেখে প্রাণ খুলে মন থেকে হেসে ফেলবে। সে হাসির মাঝে আপনারই জন্য অগণিত ভালোবাসা থাকবে।
MD Shamim Khan
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟