৪৮০ দিয়া নিছিলাম Remax 610D ভালোই চলতাসিলো আমি তো ভাবছি টানা ১ বছরে আর কিছু হইবো না এর আগে যেই ইয়ারফোন নিছি ওইগুলাও আমার কাছে বেশি হইলে ১০ কি ২০ দিন গেছে এর পড় এক কান বাদ আর কিছুক্ষণ পড় আরেক টা কান ও উধাও হইয়া যায় 😶 SamSunG এর অরজিনাল + নকিয়ার ইয়ারফোন গুলাও আমি টিকাইতে পাড়ি নাই যাই হোক ভাবছিলাম এইটা যেমনেই হোক এই রিমেক্স টারে কমপক্ষে ৬ মাস হইলেও টিকামু কিন্তু এই দেহি ২৬ দিনের মাথায় ই এক কান উধাও(কোন মতে নাড়াচাড়া কইরা আনতাম আবার যাইতো)যাওক তাও একটু মাইনা নিছিলাম কিন্তু রাত ৩ টার দিকে দেহি একটু নাড়া খাইলেই ২ কান ই হাওয়া হইয়া যায় আবার আসে আবার হাওয়া হয় 😑 যাই হোক পড়ে রাগে ছিড়সি টান দিয়া 😛 পড়ে তার গুলা বাহির কইরা ৪ টা তার ৪ জায়গায় লাগাইলাম হাত দিয়া তারপর দেহি একটা কান ও আহে না
এহন বুঝতাসি না হাত দিয়া লাগানোর জন্যই কি আসলো না
কেউ আমারে একটু এইটা বইলা হেল্প করেন যে তাতাল দিয়া লাগাইলে কি ঠিক হবার কোন চান্স আসে 😶??(আমি এর আগে জীবনেও এসব ঠিক করি নাই তাই জানি না)
যদি হয় তাইলে ভালো তাতাল কিনা সেইটা দিয়া ঠিক করমু আর না হইলে নতুন আরেকটা ইয়ার ফোন কিনমু আর কি 😔

Mithu islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?