এক-সময়-ছিলো স্কুল পালাতাম
তখন জীবনটা ছিলো স্কুলের গন্ডীর বাইরে
বন্ধুরা একসঙ্গে এখানে সেখানে ঘুরে বেড়াতাম
ঘুড়ি উড়াতাম, আড্ডা দুষ্টুমি লাটিম-খেলা
সাতার কাটা আরো কত কি করতাম,
তখন জীবনটা ছিলো স্কুলের গন্ডীর বাইরে
হয়তো ওভাবেই বাঁচতে চেয়েছিলাম
এক-সময়-ছিলো খুব স্কুল পালাতাম।

এরপর অনেকদিন পর আজ আবার
গন্ডীর বাইরে যেতে ইচ্ছে করছে
ইচ্ছে করছে জীবনটাকে নতুন করে দেখবার,
ইচ্ছে করছে ঘাস-ফড়িঙের পিছু পিছু ছুটতে ছুটতে
আবার সেই কৈশোরে ফিরে যাবার,
ইচ্ছে করছে কামালের লাড্ডু আইসক্রিমে ঠোঁট রাঙিয়ে
পুরানো বেদীর সেই শিউলিতলায় গিয়ে বসবার
আবার সেই পুরোনো স্বাদে জীবন রাঙাবার।

জীবনটা তো আর স্কুল নয়,
ইচ্ছে হলেই পালিয়ে গেলাম,
এখানে সময় সদা কথা কয়
ইচ্ছে সকল ইচ্ছে হয়েই রয়।

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন