Online job Twenty-one Cover Image
Online job Twenty-one Profile Picture
Online job Twenty-one
@onlinejob21
Category
Other

যারা অনলাইন থেকে আয় করতে চান। তাদের জন্য এই পোস্ট। অনেকেই আছেন প্রথম দিকে দিশেহারা হয়ে পরেন। কিভাবে অনলাইন থেকে আয় করব? ভিবিন্ন জনের ভিবিন্ন উপায়ের কথা শুনে কাজ করতে গিয়ে অবশেষে যখন খালি হাতে বাড়ি ফিরেন। তারা এই পোস্ট শেষ পর্যন্ত পরবেন।
অনলাইন থেকে করার অনেক পথ আছে। তাদের মধ্যে থেকে যারা অনলাইন থেকে আয় করতে চান। তাদের জন্য আজকের এই পোস্ট। অনেকেই আছেন প্রথম দিকে দিশেহারা

হয়ে পরেন। কিভাবে অনলাইন থেকে আয় করব? ভিবিন্ন জনের ভিবিন্ন উপায়ের কথা শুনে কাজ করতে গিয়ে অবশেষে যখন খালি হাতে বাড়ি ফিরেন। তারা এই পোস্ট শেষ পর্যন্ত পরবেন।

অনলাইন থেকে করার অনেক পথ আছে। তাদের মধ্যে থেকে সেরা কিছু উপায় নিম্নে তুলে ধরলাম।

online Twenty-oneonline income

১।ব্লগঃ অনলাইন থেকে আয় করার সেরা জনপ্রিয় উপায় হল ব্লগিং। এটি এখন খুব জনপ্রিয়। আপনি একটি domain and hosting কিনে এখনি একটি ওয়েবসাইট তৈরি করে ব্লগিং শুরু করতে পারেন।আপনার ব্লগে বিজ্ঞাপন শো করিয়ে সেখান থেকে ভাল আর্ন করতে পারেন। যেমন- google AdSesne , media dot net ইত্যাদি। ব্লগ থেকে ভিবিন্ন উপায়ে আয় করা যায়।


২। অ্যাফিলিয়েট মার্কেটিংঃ এটি হল অনলাইন থেকে আয় করার জনপ্রিয় মাধ্যম। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য একটি ব্লগ বা ওয়েবসাইট থাকতে হবে। অন্য জনের কোম্পানির পণ্যের ভাল একটা রিভিউ দিয়ে ওই পণ্যের লিংক দিয়ে দিলেন। সেই লিংক থেকে মানুষ যখন পণ্য কিনবে। তখন আপনি একটা কমিশন পাবেন। এভাবে যত কিনবে ততই কমিশন পাবেন। ভিবিন্ন কম্পানি কম্পানি য়েছে। যেমন- amazon, eBay,click bank ইত্যাদি।


৩। ফিলান্সিংঃ এটিও এখন জনপ্রিয় পেশা। ভিবিন্ন ধরনের কাজ শিখে কাজ করে দিবেন। তার বিনিময়ে আপনি টাকা পাবেন। এই সেক্টরে রয়েছে ভিবিন্ন ধরনের কাজ যেমন-SEO, web development, web designing ইত্যাদি।
আপনি যেটাই শিখেন ভাল করে শিখতে হবে।
কাজ পাবেন কোথায়- ভিবিন্ন freelance marketplace এ।
যেমন- upwork, freelancer,fiveer and social media থেকে।


৪।ইউটিউবঃ অনলাইন থেকে আয় করার আরেকটি জনপ্রিয় উপায় হল ইউটিউব।ভিডিও আপলোডের মাধ্যমে ইউটিউব থেকে আয় করতে পারবেন। তবে ইউটিউব থেকে আয় করতে হলে আপনার চ্যানেল ১ হাজার সাস্ক্রাইবার এবং ৪ হাজার মিনিট ওয়াচ টাইম লাগবে। তার পর আপনি অ্যাডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন আবেদন আপ্রভ হলেই আপনার আয় শুরু হবে। ইউটিউব কাজ করার আগে আপনাকে ইউটিউব এর নিয়ম গুলো ভাল পরতে হবে। না পড়লে ঝামেলাই পরতে পারেন।
৫।ফেসবুকঃ অনলাইন থেকে আয় করার আরেক টি মাধ্যম হল ফেসবুক।
*ফেসবুক পেইজের মাধ্যমে আয় করতে পারবেন।
*ভিডিও আপলোডের মাধ্যমে আয় করতে পারবেন।
*ভিবিন্ন কোম্পানির পণ্য সেল করতে পারবেন।



কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন

ধন্যবাদ।

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry