Needy Cover Image
Needy Profile Picture
Needy
@needy • 19 people like this

#needy

আপনার নামে কয়টি সিম নিবন্ধিত হয়েছে জেনে নিন!

আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে অন্য কেউ আপনার নামে ভূঁয়া মোবাইল সিম নিবন্ধন করে আপনাকে ফাঁসাতে পারে। তাই জেনে নেওয়া দরকার বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার নামে কয়টি সিম কার্ড নিবন্ধিত হয়েছে।
এর জন্য সংশ্লিষ্ট মোবাইল থেকে এসএমএস বা ডায়াল করতে হবে ।
জেনে নিন কিভাবে-
টেলিটক : info লিখে এমএমএস করুন 1600 নম্বরে
গ্রামীণফোন : মেসেজ অপসনে গিয়ে info লিখে পাঠিয়ে দিন 4949 নম্বরে
বাংলালিংক : *1600*2# নম্বরে ডায়াল করুন
এয়ারটেল : *121*4444# ডায়াল করুন
রবি : *1600*3# ডায়াল করুন
ফিরতি এমএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টা সিম নিবন্ধিত হয়েছে। অযাচিত সিম নিবন্ধন হয়ে থাকলে বন্ধ করার জন্য দ্রত সংশ্লিষ্ট কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

( এই ধরনের কাজের নিউজ পেতে লাইক দিয়ে সাথেই থাকুন )

image
Needy is feeling Blessed
6 yrs

#needy
( ভাবুন ভাল করে , LIFE পরিবর্তন হয়ে যাবে )

image
About

This page will be helpful for all classes of people.It's make your life easy and comfortable. so stay tune.