বাংলাদেশের রহস্যময় ও আকর্ষনীয় লেক হচ্ছে বগালেক

সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২,৪০০ ফুট উঁচুতে ১৫ একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে রহস্যময় ও আকর্ষনীয় এই লেকটি। ভূ-তত্ত্ববিদগণের মতে প্রায় দুই হাজার বছর আগে মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের ফলে পাহাড়ের চূড়ায় প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে বগাকাইন লেক বা বগালেক।
বান্দরবান জেলাশহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে রুমা উপজেলার পূর্ব দিকে শঙ্খ নদীর তীরবর্তী ২৯ কিলোমিটার অভ্যন্তরে কেওকারাডং পর্বতের গা ঘেষে, পাহাড়ের চূড়ায় এই বগালেক অবস্থিত।

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন