Troll Village Cover Image
Troll Village Profile Picture
Troll Village
@TrollVillage
Category
Entertainment
Translate   3 years ago

এক পোস্টমাস্টার গেছে দাওয়াত খাইতে, কিন্তু ভুলে বেচারা প্যান্টের চেইন লাগায় নাই
পার্টিতে এক লোকের তা দেইখা তো আক্কেল গুড়ুম। সরাসরি তো আর বলা যায়না যে চেইন খোলা। তাই সে কায়দা কইরা বলল, ভাই, আপনার পোস্টঅফিস তো খোলা।
কিন্তু পোস্টমাস্টার ইংগিতটা বুঝলো না, সে কয়- না না , পোস্টঅফিসে আমি নিজের হাতে তালা মাইরা আইছি। খোলা না, বন্ধই আছে।
তো ঐ লোক যতই বোঝায়, পোস্টমাস্টার বুঝে না, কয় বন্ধ, বন্ধ, নিশ্চয়ই বন্ধ।
তো লোকটা হাল ছাইড়া দিয়া চইলা গেলো। পরে পোস্টমাস্টার বাসায় ফিরা দেখে তার চেইন খোলা। সাথে সাথে সে সব বুঝলো, বুইঝা তো পাইলো ব্যাপক শরম। কিছুক্ষণ ঝিম মাইরা থাইকা ফোন করলো ঐ লোকটারে।
ফোন কইরা কয়- ভাই, এইবার আমি বুঝছি আপনি কি বুঝাইতে চাইছিলেন। তা ভাই যখন খোলা আছিলো, তখন কি পোস্টমাস্টার ভিতরে ছিলো নাকি বাইরে?

 • Like
 • Love
 • HaHa
 • WoW
 • Sad
 • Angry
Translate   3 years ago

বল্টু শহরে থাকে। তার বউ সখিনা থাকে গ্রামে।
বল্টুরই বন্ধু আবুল।
বল্টু একদিন সখিনার জন্য “শাড়ি”
কিনে পাঠালো
আবুলের মাধ্যমে।
:
:
:
প্যাকেট
খোলা দেখে সখিনা বুঝতে পারলো আবুল
শাড়ির প্যাকেট খুলে দেখেছে।
কিছুদিন পর আবার
বল্টু সখিনার জন্য “ব্রা” কিনে পাঠালো আবুলের
মাধ্যমেই।
আবারো প্যাকেট
খোলা দেখে সখিনা বুঝতে পারলো আবুল
প্যাকেট খুলে দেখেছে।
বেশ কিছুদিন পর আবার
বল্টু সখিনার জন্য “দুধ” কিনে পাঠালো ঐ আবুলের
মাধ্যমেই।
:
:
:
এবার সখিনা প্যাকেট
হাতে নিয়ে দেখে প্যাকেট তো খোলা
এর উপর আবার প্যাকেটে অর্ধেক দুধ নাই।
তাই সখিনা রাগে- দুঃখে
বল্টুকে চিঠি লিখলো।
চিঠিতে যা লিখলো
.
.
.
.
.
.
শোন তোমার বন্ধু ঐ আবুইল্যা একটা জানোয়ার !!
সে প্রথমে আমার শাড়ি খুলছে, আমি কিছু
বলি নাই।
আবার ব্রা খুলছে তারপরেও তোমারে কিছু কই
নাই !!
এখন সে আমার দুধ অর্ধেক খাইয়া ফালাইছে!
চিঠি পড়ার পর বল্টু বেহুঁশ......

 • Like
 • Love
 • HaHa
 • WoW
 • Sad
 • Angry