মাত্র ২০ টাকার জন্য...
জুবায়ের হোসাইন, মির্জাপুর থেকে: স্কুলের স্পোর্টস অনুষ্ঠানে যাওয়া হল না ৭ম শ্রেণীর ছাত্রী আমেনা আক্তারের। মাত্র ২০ টাকার জন্য মায়ের সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এই স্কুল ছাত্রী।
মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ৯ দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের দাঁতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ১৩ বছর বয়সী এই কিশোরী উপজেলার আনাইতারা ইউনিয়নের ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল বলে জানা গেছে। তার বাবার নাম আয়নাল হক।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আমেনা স্কুলের স্পোর্টস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বের হওয়ার সময় মায়ের কাছে ২০০ টাকার আবদার করলে তাকে ১৮০ টাকা দেওয়া হয়।
এতে অভিমান করে গলায় ওড়না পেচিয়ে ঘরের বারান্দায় আত্মহত্যা করে এই কিশোরী। সেময় বাড়ির অন্যান্য সদস্যরা বাড়ির বাইরের কাজ করছিল। বাড়ি ঢুকে দেখে আমেনা বারান্দায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।
মির্জাপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।