একটি সাহসী দৃষ্টান্ত!
সবকিছুর মাঝেও গতকাল যা ঘটেছে, তা নিঃসন্দেহে একটি যুগান্তকারী ঘটনা।
বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জন জেলেকে গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
তাদের কাছ থেকে ৮ হাজার কেজি মাছ (১০টি বিভিন্ন প্রজাতির) জব্দ করা হয়, যা মেরিন ফিশারিজ আইনের আওতায় নিলামে তুলে ১৭ লক্ষ ৮২ হাজার টাকায় বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
ঘটনা এখানেই শেষ নয়—আজ আটককৃত ৩৪ জন জেলেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই দৃশ্যপট কি আপনাদের পরিচিত?
হাসিনার শাসনামলে কখনো এমন ঘটনা শুনেছেন?
বরং তখন আমাদের নিজেদের জেলেদেরই বাংলাদেশের জলসীমা থেকে তুলে নিয়ে যেত ভারতীয় কোস্ট গার্ড।
ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করলেও, বেশিরভাগ ক্ষেত্রেই চোখ বন্ধ করে ছেড়ে দেওয়া হতো।
উল্টো, আমাদের জেলেদের জন্য ইলিশের ভরা মৌসুমেও নিষেধাজ্ঞা জারি থাকতো, অথচ ভারতীয়রা দিব্যি আমাদের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যেত—কোনও বাধা ছাড়াই।
এবার সময় বদলেছে।
এখন আর সেটা 'হাসিনার শাসনকাল' নয়, যেখানে 'দাদারা' যা খুশি তাই করতে পারতো।
অনেক খেয়েছেন... এবার একটু থামুন।
বাংলাদেশ এখন মাথা নত করে নয়, মাথা উঁচু করেই দাঁড়াতে শিখেছে।
তবে বুঝি, এই না খেতে পারার কষ্টে এখন দাদারা পাগলা কুকুরের মতো খেপে উঠছে
কিন্তু মনে রাখবেন—বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই।
মৃত্যুর চেয়ে আমাদের ভবিষ্যতের ভয় বেশি,
অথচ মৃত্যুই ভবিষ্যৎ...!