Trading Guidline Cover Image
Trading Guidline Profile Picture
Trading Guidline
@tradingguideline
13194 Me gusta

H4 এর টাইমফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মার্কেট শক্তিশালী সেল ট্রেন্ডে রয়েছে। নিচের ট্রেন্ডলাইন পর্যন্ত পৌছার প্রবল সম্ভাবনা রয়েছে। ট্রেন্ডলাইন ভেঙে ফেললে পরবর্তী সাপোর্ট পর্যন্ত নেমে যেতে পারে।

image

গতকাল গোল্ড আমাদের প্রতাাশিত পরিমান নামে নাই, পরবর্তীতে আবার উপরে উঠে গেছে। আমরা বলেছিলাম যদি মার্কেট উপরের ট্রেন্ডলাইন ভেঙে ফেলে তাহলে বুলিশ ট্রেন্ড অব্যাহত থাকবে। আজ আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডলাইন ভেঙে ফেলেছে সুতরাং মার্কেট বুলিশ হবে। তবে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, মার্কেট আবার রিটেস্ট করতে নামতে পারে। আবার এই ট্রেন্ডলাইন ব্রেকআউট ফেকআউটও হওয়ার কিছু টা চান্স আছে। শুতরাং যেকোন পরিস্থিতিতে আপনার ব্যালেন্স নিরাপদ রাখাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট হচ্ছে একজন ট্রেডারের সবচেয়ে বড় সফলতা।

image

আমাদের আজকের এনালাইসিস সঠিক ছিল। মার্কেট নামছে। আশা করি আরো নামবে। মিনিমাম গতকালের ক্যান্ডেলের বডি পর্যন্ত। তবে আমাদের এনালাইসিসে আবেগতাড়িত হবেন না। যে কোন পরিস্থিতিতে আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করুন।

image

দিনের ক্যান্ডেলের চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি গতকাল একটি শক্তিশালী বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। আজকে মার্কেট উপরে গিয়ে ট্রেন্ডলাইন হিট করেছে। মাসিক ক্যান্ডেলের সেল প্রেশার থাকায় আজ বড় ধরনের সেল হতে পারে। তবে উপরের ট্রেন্ডলাইন ভেঙে ফেললে বুলিশ মুভমেন্ট কন্টিনিউ থাকবে। তবে সার্বিকভাবে আমরা আজ স্ট্রং একটা সেল মার্কেট আশা করছি।

image

গ্রীন ট্রেন্ডলাইন অলরেডি ভেঙ্গে ফেলেছে। তার মানে আজকের দিনে আমরা বাই কনফার্মেশন পেলাম। তবে মারকেট ট্রেন্ডলাইনে আবার রিটেস্ট করে, এটা মাথায় রাখতে হবে। ফেকআউটের কথা ভুলে গেলে চলবেনা। তবে দিনের শুরুতে যে এনালাইসিস দিয়েছিলাম সেই হিসেবে ফেকআউট হওয়ার সম্ভাবনা খুবই কম।

Pin

If you are a Stock, Share, Commodity, Metal or currency trader, then you can follow this page. This page will help and guide you to become a professional trader.

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন