About Jibon Pata
জীবন পাতা একটি বাংলা সোস্যাল সাইট

জীবন পাতা.



জীবনপাতা বাংলা ভাষার মানুষদের জন্য একটা সামাজিক সাইট। এছাড়াও জীবনপাতার ব্লগ এবং মার্কেট জীবন পাতাকে করে তুলেছে একটি ভিন্ন ধারার সোস্যাল সাইট। অক্টোবর ২৬, ২০১৭ থেকে সাইটটি পরীক্ষামূলক শুরু হয়। ১৮ সেপ্টেম্বর ২০১৮ থেকে আনুষ্ঠানিকভাবে জীবনপাতার যাত্রা শুরু করে। জীবন পাতার ফাউন্ডার মুহাম্মাদ রকিবুল ইসলাম। তিনি ২০১৪ থেকে বাংলাদেশি একটি সোস্যাল সাইটের স্বপ্ন দেখতে শুরু করেন। ২০১৫ আগস্টে জীবনপাতা.কম ডোমেইনটি ক্রয় করেন। পরীক্ষামূলক শুরুর মাত্র ১ মাসের মধ্যে জীবন পাতার মেম্বার সংখ্যা ৩০০০ ছাড়িয়ে যায়। এটা ছিল অভাবনীয়। বর্তমানে জীবনপাতায় প্রায় ২২০০০+ মেম্বার রয়েছে। জীবনপাতা একটি সোস্যাল সাইট হলেও এটার মূল লক্ষ্য মেম্বারদের অনলাইন ইনকামের একটা প্লাটফর্ম বানানো। বর্তমানে জীবনপাতায় চার রকম ইনকাম চালু আছে। ১. জয়েনিং বোনাস। একাউন্ট করে প্রফালইল কমপ্লিট করে একটা টেক্সট স্ট্যাটাস দিলে এক ডলার পাওয়া যাবে। ২. রেফারাল বোনাস। একজন মেম্বার যখন তার রেফারেল লিংকের মাধ্যমে অন্য কোন মেম্বারকে জীবনপাতায় ইনভাইট করবে। রেফারকৃত মেম্বার যখন এক ডলার আয় করবে তখন রেফারার মেম্বার ১০ সেন্ট বোনাস পাবে। এই বোনাস বিকাশ বা পেপালে উত্তোলন করা যাবে। ৩. টপ মেম্বার বোনাস। একটা মূলত একটা কনটেস্ট। কনটেস্ট বিজয়ীরা পুরষ্কার পাবে। কনটেস্ট পেজে বিস্তারিত জানা যাবে। ৪. টার্গেট বোনাস। নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার অর্জন করার মাধ্যমে এই বোনাস পাওয়া যাবে। ৫. টপ রেফারার বোনাস ৬. একটিভিটি বোনাস: লাইক কমেন্ট করে পয়েন্টের মাধ্যমে বোনাস ডলার পাওয়া যাবে তবে এই ডলার উত্তোলন করা যাবেনা এটা দিয়ে শুধু বিজ্ঞাপন করা যাবে।