@skmandol
সক্রেটিস ছিলেন একজন বিশাল দার্শনিক। প্রাচীন গ্রিসে তিনি তাঁর প্রজ্ঞা ও সাধারণ জ্ঞান দুটোর জন্যই খ্যাতিমান ছিলেন।
একদিন এক লোক দৌড়ে এল সক্রেটিসের কাছে। বলল, সক্রেটিস, শোনো, খুব গুরুত্বপূর্ণ একটা খবর আছে, তোমার এক শিষ্যের সম্পর্কে।
সক্রেটিস ঠান্ডা গলায় বললেন, একটু দাঁড়াও। আমাকে কোনো কিছু বলার আগে আমি তোমাকে তিনটা পরীক্ষা করব। এই তিনটা পরীক্ষায় পাস করলেই কেবল আমি তোমার কথা শুনব।
আচ্ছা, লোকটা বলল।
সক্রেটিস জিজ্ঞেস করলেন, প্রথম পরীক্ষা হলো, সত্যতার পরীক্ষা। তুমি আমার শিষ্য সম্পর্কে যে কথাটা বলবে, তুমি কি নিশ্চিত যে কথাটা সত্য?
লোকটা বলল, না, আমি নিশ্চিত নই। আসলে একজন আমাকে বলেছে। আমি জানি না সে সত্য বলেছে না মিথ্যা বলেছে।
এবার দুই নম্বর পরীক্ষা। সক্রেটিস বললেন, এটা হলো, ভালো-মন্দ পরীক্ষা। তুমি যে কথাটা বলবে, সেটা কি আমার শিষ্যের সম্পর্কে কোনো ভালো কথা?
লোকটা বলল, আমার মনে হয়, এই কথাটা ভালো কথা নয়।
আচ্ছা, তুমি জানো না, কথাটা সত্য কি না, এবং তুমি জানো যে এটা তার সম্পর্কে কোনো ভালো কথা নয়। আচ্ছা তবু তিন নম্বর পরীক্ষাটা হয়ে যাক। পাস করলেই তুমি কথাটা বলতে পারবে। কথাটা শোনার পর সেটা কি আমার কোনো কাজে লাগবে?
লোকটা বলল, না, আমার মনে হয়, কথাটা তোমার কোনো কাজে লাগবে না।
তাহলে কথাটা সত্য কি না, তুমি জানো না, কথাটা আমার শিষ্য সম্পর্কে কোনো ভালো কথাও নয়, এবং সেই কথা শোনার ফলে আমার কোনো উপকারও হবে না। তাহলে আর কথাটা বোলো না।
লোকটা তাই আর কিছু না বলে চলে গেল।
এই কারণেই সক্রেটিস ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিকদের একজন।
► সবচেয়ে স্বার্থপর শব্দ হল - আমি,
এটাকে এড়িয়ে যাও।
► সবচেয়ে বিষাক্ত শব্দ হল - অহংকার,
এটাকে মেরে ফেল।
► সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ হল - ভালোবাসা,
এটাকে সম্মান দেও।
► সবচেয়ে আনন্দদায়ক শব্দ হল - হাসি,
এটাকে ধরে রাখো।
► সবচেয়ে পরিশ্রমী শব্দ হল - সাফল্য,
এটাকে অর্জন কর।
► সবচেয়ে বাঞ্ছনীয় শব্দ হল - ঈর্ষা,
এটা থেকে দূরে থাকো।
► সবচেয়ে ক্ষমতাশালী শব্দ হল - জ্ঞান,
এটাকে অর্জন কর।
► সবচেয়ে অপরিহার্য শব্দ হল -
আত্মবিশ্বাস,
এটাতে বিশ্বাস রাখো.............
Monir Zaman
Delete Comment
Are you sure that you want to delete this comment ?