না ফেরার দেশে চলে গেলেন ফ্রিল্যান্সার ফাহিম-উল করিম !


শারীরিক অক্ষমতা কাটিয়ে ওঠার পরে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করে স্বাবলম্বী হয়ে যাওয়া মাগুরার “আশ্চর্য ছেলে

.

শারীরিক অক্ষমতা কাটিয়ে ওঠার পরে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করে স্বাবলম্বী হয়ে যাওয়া মাগুরার “আশ্চর্য ছেলে” ফাহিম-উল করিম” মারাত্মক ধরণের পেশী ডিসট্রফির কারণে মারা গেছেন।

 ফাহিম বুধবার রাত সাড়ে দশটায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। দিনের প্রথম দিকে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, ফাহিম ডুচেন মাস্কুলার ডাইস্ট্রোফিতে (ডিএমডি) ভুগছিলেন।

ফাহিমের বাবা রেজাউল করিম অশ্রু কণ্ঠে বলেছিলেন যে এটি শেষ হয়ে গেছে। “যদি ফাহিমকে দেশের বাইরে উন্নত চিকিৎসা দেওয়া যেত, পুরোপুরি সুস্থ না হলেও তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হতে পারত। তবে অর্থের অভাবে আমি তা করতে পারিনি। ”

বিস্তারিত জানতে ভিজিট করুনঃhttps://www.ahasantech.com/2020/11/freelancing-fahim-died-top-news.html

 

Comments