রবীন্দ্ররনাথ ঠাকুর


রবীন্দ্ররনাথ ঠাকুর ১৮৬১ সালের মে মাসে কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন মহান কবি ছিলেন।

.

রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের মে মাসে কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন মহান কবি পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতির একজন মহান চিন্তাবিদও ছিলেন, তিনি নিয়মিত স্কুলে পড়াশুনা করেননি, তবে তাঁর পড়াশুনা অবহেলা করা হয়নি। বাল্যকাল থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত তত্ত্বাবধানে তিনি বাংলা, সংস্কৃত এবং ইংরেজি ভাষায় গভীর জ্ঞান অর্জন করেছিলেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভা। তিনি ছিলেন কবি, নাট্যকার, গল্প-লেখক, সমালোচক ও প্রাবন্ধিক। তাঁর কয়েকটি সেরা কবিতা পাওয়া যায় "গীতাঞ্জলি", "সোনার তারী", "খেয়া", "কল্পনা", "বলাকা", ইত্যাদিতে।  তাঁর "গীতাঞ্জলি" জন্য তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি অনেক জনপ্রিয় রবীন্দ্র সংগীত রচনা করেন। তাঁর গানগুলি এখন আমাদের দেশে খুব জনপ্রিয়। তিনি একজন মহান শিক্ষাবিদ ছিলেন। বাচ্চাদের চতুর্দিকে বিকাশের জন্য কীভাবে তাদের শিক্ষিত করা যায় সে সম্পর্কে তাঁর নিজস্ব ধারণা ছিল। তিনি শান্তিনিকেতনে একটি স্কুল প্রতিষ্ঠা করেন এবং তারপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।  তিনি একজন আন্তর্জাতিক মহান চিন্তাবিদও ছিলেন। তিনি আমার প্রিয় কবি।

 

 

 

 

Comments