কারো মত চাই না হতে.......


ছবিঃ ইন্টারনেট

.


আমি আমার মত থাকতে চাই, আমার ভুবনে,
প্রতিটা মুহুর্তই একান্ত আপন আমার জীবনে;
আমার চোখে সবই সুন্দর স্নিগ্ধ,
সময় কাটাই বুক জমিনে স্বপ্ন বপনে।
আমি ভালবাসি মানুষ;আমি দেখে যাই মানুষ;
মানুষকে ভাবি শয়নে।

মানুষের ভাল,মন্দ নিয়ে ভাবি,যারে লাগে ভালো;
সে আসে হরদম স্বপনে।
উঁচু নিচু নেই ভেদাভেদ সবাই আমার আপন;
ফুল হয়ে ফুটে সবাই আমার বাগানে।

আমার দুর্বলতাগুলো জানিয়ে দেই অকপটে
কথা রাখিনা কখনো গোপনে।
আমি কথা রাখতে করি চেষ্টা আপ্রাণ, শেষতক;
লড়ি অগ্নির বিষ্ফোরণে।

আমি জ্বলি,পুড়ি;চাপিয়ে দেই না ভালো লাগা;
একাই গলে গলে পড়ি দহনে,
আনন্দে উদ্বেলিত হই; কষ্ট চুয়ে পড়ে,
একাই হাসি,আবার কাঁদি রক্তক্ষরণে।

শক্ত হই; নিজেকে সামলাই নিজেই
যেন ভয় না পাই;বিপদ কিংবা মরণে।
ভয়ংকরেও সুন্দর খুঁজি;
খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দর জমা রাখি বুকে;
কঠিনের দেই না ঠাঁই;সহজ জীবনে।

আমি আমার মত থাকি; ভালোবাসি জীবন,
মানুষ, ফুল, পাখি, সবুজ আমার মুগ্ধতা
চাই না আমার খুশি বিসর্জিত হউক কষ্ট প্লাবনে।
কারো মত না আমি;আমি আমার মত থাকি;
ভাবি না কখনো;
কাছে টানুক অথবা দুরে ঠেলুক পর কিবা আপনে।

363 Views

Comments