#গেইল ছাপিয়ে গেলেন লারাকে#


গেইল ছাপিয়ে গেলেন লারাকে

জেসন হোল্ডারের ভাষায়, ড্রেসিংরুমে ক্রিস গেইল থাকলে সবাই আরও চনমনে হয়ে ওঠে। কাল পোর্ট অব স্পেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তা-ই দেখা গেল। ম্যাচ শুরুর আগে হাতে চালানো স্কোরবোর্ড থেকে ৩, ০ ও ০ নিয়ে কে যেন গেইলের হাতে ধরিয়ে দিল। এরপর তাঁকে ঘিরে সতীর্থদের উল্লাস আর হাসির দমক ছুটল। হোল্ডারের ভাষায়, গেইলের মতো ৩০০তম ওয়ানডে খেলা ‘ড্রেসিংরুমে অনেকের কল্পনার বাইরে।’

কাল সতীর্থদের জন্য এ মাইলফলকটাই গড়লেন গেইল। ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে খেললেন ৩০০তম ওয়ানডে। এমন ম্যাচে আরেকটি অসাধারণ কীর্তিও গড়েছেন ‘ইউনিভার্স বস’। ২৪ বলে ১১ রানের ইনিংসটি দিয়ে টপকে গেছেন ব্রায়ান লারাকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে গেইলের সামনে ছিলেন শুধু লারা। তাঁকে পেছনে ফেলতে মাত্র ৭ রান দরকার ছিল এ ওপেনারের। নিজের ইনিংস দিয়ে সমর্থকদের সন্তুষ্ট করতে না পারলেও রেকর্ডটা নতুন করেই লিখিয়েছেন গেইল (১০,৩৫৩)।

447 Views

Comments