ভাই, গরুটা কত নিলো?


ভাই, গরুটা কত নিলো?
- ৮০ হাজার।
জিতসেন, ভাই। অনেক কমেই পাইসেন।

গরুর ক্রেতা খুশি হয়ে গেলেন। চোখে মুখে ফুটে উ

.

 ভাই, গরুটা কত নিলো? - ৮০ হাজার। জিতসেন, ভাই। অনেক কমেই পাইসেন। গরুর ক্রেতা খুশি হয়ে গেলেন। চোখে মুখে ফুটে উঠলো একটি জয়ী জয়ী ভাব। ভাই, কত? - ১ লাখ বিশ। নাহ, বেশি নিসে। কমপক্ষে বিশ হাজার টাকা ঠকসেন। ক্রেতার মুখটা চুপসে গেল। চোখে মুখে হতাশা। সকালে যে নিয়্যত বা ইচ্ছা নিয়ে এই দুই ক্রেতা বের হয়েছিলেন, আশেপাশের মানুষের কথায় তা মুহুর্তে পাল্টে গেল। তাদের কাছে জয়-পরাজয় নির্ধারন হচ্ছে এখন মুল্যের ভিত্তিতে। কুরবানি তো আল্লাহর জন্য। টাকা কম হোক বেশি হোক,ইখলাসটাই এখানে আসল। কী উদ্দেশ্যে আপনার কুরবানি, কার জন্যও এ কুরবানি - এটার ভিত্তিতেই নির্ধারণ হবে আপনার জয় পরাজয়। যদি সেই উদ্দেশ্য ঠিক না থাকে,কম দামে কিনে জিতে আসলেও কেউ হারতে পারে, বেশি দামে কিনে ঠকে আসলেও কেউ হতে পারে জয়ী। "ও সব পশুর রক্ত, গোশত আল্লাহর কাছে কিছুই পৌঁছে না। বরং তোমাদের পক্ষ থেকে তোমাদের তাকওয়াই তাঁর কাছে পৌঁছে”। - সুরা আল হজ্জ।

Comments