বিনা মূল্যে ১০০০ জিবি ইন্টারনেটের নামে হোয়াটসঅ্যাপে স্ক্যাম


বিনা মূল্যে ১০০০ জিবি ইন্টারনেটের নামে হোয়াটসঅ্যাপে স্ক্যাম

.

অনলাইন বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে অর্থ আয় করতে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ছে নতুন স্ক্যাম। এ জন্য ব্যবহারকারীদের বোকা বানাতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের নামে ভুয়া বার্তাও পাঠাচ্ছে সাইবার অপরাধীরা। বার্তায়  হোয়াটসঅ্যাপের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে এক হাজার গিগাবাইট ইন্টারনেট দেওয়ার তথ্য জানানো হয়। বার্তায় থাকা লিংকে ক্লিক করলেই বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা হয়।

শুধু তা-ই নয়, ভুয়া বার্তাটি ৩০ জন বন্ধুকে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়। স্ক্যামটি প্রথম শনাক্ত করে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট। তাদের দাবি, স্ক্যামটি ব্যবহারকারীদের বোকা বানালেও ডিভাইসে ক্ষতিকর কোনো ভাইরাস প্রবেশ করায় না। নির্দিষ্ট সাইট বা বিজ্ঞাপনে ক্লিক করে অর্থ আয় করতেই স্ক্যামটি ব্যবহার করছে সাইবার অপরাধীরা

you want to know more news just follow my profile........

you want to know more news just follow my profile........

 

Comments