# দলের চুক্তি নবায়ন হয়নি, সাকিবের চুক্তি হয়ে গেছে #


# দলের চুক্তি নবায়ন হয়নি, সাকিবের চুক্তি হয়ে গেছে #

আজ অনির্ধারিত এক বৈঠকে বিসিবি কার্যালয়ে বসেছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। পরে তাঁরা বসেছিলেন গুলশানে বিসিবি সভাপতির বাসভবনেও। সভায় অংশ নেওয়া বিসিবির পরিচালকেরা বলছেন, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ব্যর্থতা, প্রধান কোচ নিয়োগ আর বিপিএলের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

জানা গেল, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে বিসিবি সভাপতি ভীষণ অসন্তুষ্ট। দ্রুতই চূড়ান্ত হয়ে যেতে পারে বাংলাদেশ দলের প্রধান কোচও। এসবের বাইরে বৈঠকে আসলে বিপিএল নিয়েই বেশি আলোচনা হয়েছে। আর সেখানে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে সাকিব আল হাসানের ফ্র্যাঞ্চাইজি বদল-প্রসঙ্গটি। কদিন আগে সাকিব ঘটা করেই বিপিএলের দল বদলেছেন। টানা তিন বছর ঢাকা ডায়নামাইটসে খেলা বাঁহাতি অলরাউন্ডার এবার নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সে। তাঁর এই আকস্মিক ফ্র্যাঞ্চাইজি বদলে বেশ বিপাকে পড়েছে ঢাকা ডায়নামাইটস। এই ফ্যাঞ্চাইজিটির সঙ্গে বোর্ড সভাপতিসহ কয়েকজন প্রভাবশালী পরিচালক জড়িত। স্বাভাবিকভাবেই বিষয়টি তাঁরা সহজভাবে নিতে পারছেন না।

383 Views

Comments