হযরত মুসা (আঃ) আর শয়তানের ঘটনা


শয়তান বললো, তিন অবস্থায় আমার থেকে সতর্ক থাকবেন..

একদিন হযরত মুসা (আঃ) -এর কাছে শয়তান এসে বললো- "আপনি আল্লাহর মনোনীত রসূল। আপনি আল্লাহর সাথে কথা বলার মর্জাদা লাভ করেছেন। আমি তওবা করার ইচ্ছে করেছি। আপনি আল্লাহ পাকের দরবারে আমার তওবা কবুল করার জন্য সুপারিশ করুন।"

হযরত মুসা (আঃ) শয়তানের এই কথা শুনে খুশিতে খুব বাগ বাগ হয়ে গেলেন। কারণ শয়তান তওবা করে নিলে তো গুনাহ করার প্রশ্নই উঠে না। তাই তিনি ওযু করে নামাযে লিপ্ত হলেন। আল্লাহ পাক বললেনঃ "হে মুসা! শয়তান মিথ্যে বলেছে। সে আপনার সাথে প্রতারণা করতে চেয়েছে। যদি তাকে পরীক্ষা করতে ইচ্ছা করেন তাহলে তাকে বলে দিন সে যেন আদমের কবরে সিজদা করে। আমি তার তওবা কবুল করব।"

এতে মুসা (আঃ) খুব খুশী হলেন। এইজন্য যে এটা তো সাধারণ শর্ত। এটা তো শয়তান কবুল করবেই। তাই তিনি শয়তানকে আল্লাহ পাকের পয়গাম শুনিয়ে দিলেন।

এটা শুনে শয়তান অগ্নীশর্মা হয়ে গেল। আর বললোঃ "জীবিত থাকতে যাকে সিজদাহ করলাম না এখন মৃত্যুর পর তাকে সিজদাহ করব? তবে মুসা (আঃ)! আপনি আমার পক্ষে সুপারিশ করে আমার প্রতি এহসান করেছেন। এর শুকুর আদায় করতে গিয়ে আমি আপনাকে তিনটি কথা অবগত করাব। তা হলো এই তিন অবস্থায় আমার থেকে সতর্ক থাকবেন -

 

Comments


yousuf ahmed 5 years ago

fine

 
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry