# এবি ব্যাংকের ১০০ কোটি টাকা আত্মসাৎ#


কষ্ট করে ১ মিনিট সময় বের করে আর্টিকেলটি পড়বেন। আশা করি ভালো লাগবে। আপনার মূল্যবান সময় নষ্ট হবে না।।।

চট্টগ্রামে দুটি আলাদা ঘটনায় এবি ব্যাংকের প্রায় ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংস্থার চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন সংস্থার প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, চট্টগ্রামের ম্যাপস স্টিল করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান এবি ব্যাংকের পাহাড়তলি শাখা থেকে কোনো সহায়ক জামানত ছাড়াই ৩৪ কোটি ৭০ লাখ টাকা এসডিবি ঋণ নেন। এর মাধ্যমে পণ্য আমদানির পর বিক্রি করে শর্ত মোতাবেক সেটা পরিশোধ করেনি। সুদসহ ব্যাংকের মোট পাওনা ৫৮ কোটি ২২ লাখ টাকা তাঁরা আত্মসাৎ করেছেন।

এ ঘটনায় ম্যাপস স্টিলের ৫ জনসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফাতেমা বেগম মিলি, নির্বাহী পরিচালক মো. হামিদুর রহমান, অর্থ পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, টেকনিক্যাল পরিচালক মো. কামাল উদ্দিন ও এবি ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার মহিউল আলী আজমী।

অন্য আরেকটি ঘটনা শাহেদ শিপ ব্রেকিং ইয়ার্ডের। প্রতিষ্ঠানটি এবি ব্যাংকের পোর্ট কানেকটিং রোড শাখা থেকে ১৯ কোটি ৬ লাখ টাকা এসডিবি ঋণ নেয়। তারাও পণ্য আমদানির পর বিক্রি করে শর্ত মোতাবেক সেটা পরিশোধ করেনি। সুদসহ ব্যাংকের মোট পাওনা ৩০ কোটি ৬৭ লাখ টাকা তারা আত্মসাৎ করেছে।

মামলার আসামিরা হলেন শাহেদ শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক শাহেদ মিয়া এবং এবি ব্যাংকের ইভিপি মো. নাজিম উদ্দিন।

 
438 Views

Comments