ঈদের চাঁদ দেখা নিয়ে মতবিরোদের সৃষ্টি


ঈদের চাঁদ দেখা নিয়ে মতবিরোদের সৃষ্টি

.

প্রথম আলোতে প্রকাশিত রাত ১১.২৮ মিনিটের সংবাদ-

১৪৪০ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বুধবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ রাত সোয়া ১১টার দিকে ব্রিফিং করে এ কথা জানিয়েছেন।

এর আগে আজ মঙ্গলবার রাত ৯টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর জানানো হয় দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার ঈদ উদযাপনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রথম আলো দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক টাকা থেকে সন্ধ্যা ৮.৫৮ তে চাঁদ দেখা যায়নি বলে সুস্পষ্ট ঘোষণা দেয়া হয়। এই সংবাদের শিরোনাম ছিল- চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার।

সেই সাথে এও ঘোষনা দেয়া হয় যে, ১৪৪০ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেশের কোথাও দেখা যায়নি। আগামী বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর ঘণ্টা দুয়েক পরে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহ।

এখন এ ব্যাপারে ইসলাস কি বলে তা জানা অতিব জরুরি। নিচে এ সম্পর্কে আলোকপাত করা হল- Read More

এখন আমাদের সাধারণ জনগণের প্রশ্ন হল বাংলাদেশে কেউ চাঁদ দেখেন নাই। তাহলে চাঁদ না দেখে কিভাবে, কোন যুক্তিতে বা কোন ইসলামী মাসলা প্রয়োগ করে আমরা রোজা পরিত্যাগ করতে পারি?

এমন কেউ কি আছেন যিনি বলতে পারবেন যে, আমি নিজ চোখে চাঁদ দেখেছি? যদি এরকম ২/৩ জন মুসলিম নিজ চোখে চাঁদ দেখে থাকেন তাহলে ঈদ পালন করা তো আনন্দের ব্যাপার। তা না হলে ক্বিয়ামতের দিন এর জবাবদিহি কে বা কারা করবে? এছাড়া রাত ১১.২৮ মিনিটে চাঁদ দেখতে পাওয়া একটি অসম্ভব বিষয়।

আল্লাহপাক আমাদেরকে যেন সঠিক পথে চালিত করেন আর আমাদের ভুল/ত্রুটি মার্জনা করে দেন আমীন!!!

 

Comments