শেষ পযন্ত ফণীতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি


ছবিঃ বিডি নিউজ ২৪

.

শেষ পযন্ত ফণীতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি,তবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণেই ফণীর ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেছে।চলুন বিডি নিউজ ২৪ 
থেকে নেয়া কিছু ছবিতে ফণীতে মোটামুটি দেশের বিভিন্ন স্থানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কিছু চিত্র আমরা দেখি।

ঝড়ে উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। এই অবস্থা হয়েছে গাজীপুরে । 

অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে দুর্বল হয়ে ঢোকার পরে চাঁদপুরে বেশি নয় মাত্র দেড় শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ভোলা সদর উপজেলায় মাত্র দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয় এবং ঘরচাপা পড়ে এক নারীও নিহত হন।

[sbনোয়াখালীতে ঝড়ে নিহত হয়েছে দুই শিশু। পাঁচ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে চার শতাধিক ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।সুবর্ণচর উপজেলা নিয়ন্ত্রণকক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান জানিয়েছেন ভোরের দিকে ঘরচাপা পড়ে চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের আবদুর রহমানের ছেলে মো. ইসমাইল (২) নিহত হয়।
অন্যদিকে ঠিক একই সময় চরজব্বর ইউনিয়নে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা
হয়। তাছাড়াও চরওয়াপদা এবং চরজব্বর ইউনিয়নে ঝড়ে গাছপালা ও শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানিয়েছেন সকাল ৯টার দিকে গাছের ঢাল পড়ে কাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবু হানিফের মেয়ে নাজমুন নাহার (১২) মারা গেছেন।জেলা ত্রাণ এবং পুনর্বাসন কর্মকর্তা হামিদুর রহমান বলেছেন ঝড়ে চার শতাধিক ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আড়াই শত ঘর।] 
তবুও বলতে হয় সত্যিই বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণেই আমরা ফণীর মত অতি প্রবল ঘূর্ণিঝড়ের মোকাবেলা এবং ক্ষয়ক্ষতির পরিমান
কমিয়ে আনতে পারছি। =p~

905 Views

Comments