জেনে নেয়া যাক চরিত্রের কতিপয় খারাপ দিক


ভাল ব্যবহার মানুষকে সম্মান এনে দেয় আর খারাপ আচরণ বা ব্যবহার মানুষকে করে হেয় আর বিপদগামী

.

খারাপ মানুষের বৈশিষ্ট্য 

১) দ্রুত রাগ করা

২) অতিরিক্ত বকাঝকা করা ও অপরের দোষ ধরা

৩) অহংকার করা

৪) ব্যবহারে কঠোরতা ও রূঢ়তা প্রকাশ করা

৫) মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা

৬) গীবত তথা কারো অসাক্ষাতে তার সমালোচনা করা

৭) মানুষের দোষ খুঁজে বেড়ানো বা কারো পেছনে লেগে থাকা

৮) গোপনীয়তা প্রকাশ করে দেয়া

৯) মানুষের হঠাৎ ঘটে যাওয়া ভুল ক্ষমা না করা

১০) হিংসা-বিদ্বেষ রাখা

১১) কৃপণতা করা

১২) স্ত্রীর সাথে অশালীন আচরণ করা

১৩) কাজের লোক বা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করা

১৪) প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা

১৫) যে উপকার করল তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা

১৬) লজ্জাহীনতা

১৭) কু-রুচিপূর্ণ ও নোংরা ভাষা ব্যবহার করা

১৮) উপকার করে খোটা দেয়া

১৯) নির্দোষ মানুষকে অপমান করা

২০) মানুষের অসুবিধার কথা মেনে না নেয়া বা ওজর গ্রহন না করা

২১) অযথা ঝগড়া, চিৎকার ও চেঁচামেচি করা

২২) মানুষের সুন্দর নাম বাদ দিয়ে খারাপ নামে ডাকা Read More

আরো বিস্তারিত জানতে ভিজিট করে আসুন

এখানে ক্লিক করুন

 

Комментарии